সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
প্রতিনিধি  নিয়োগ  চলছে.....    প্রতিনিধি  নিয়োগ  চলছে.....      প্রতিনিধি  নিয়োগ  চলছে.....
পানছড়িতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত

পানছড়িতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে দুইটি আঞ্চলিক সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ইউপিডিএফ’র এক সংগঠকের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির পানছড়ি উজেলার লোগাং ইউনিয়নের ধুদুকছড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত মিটন চাকমা ইউপিডিএফ সদস্য বলে নিশ্চিত করেছেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর থেকেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। থেমে থেমে লাগাতার গোলাগুলি চলতে থাকে।এতে আতংক বিরাজ করেছে সাধারন জনগনের।

একটি বিবৃতিতে অংগ্য মারমা বলেন, মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন (২০২০-২০২১ সেশন) এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।

বিবৃতিতে তিনি জেএসএস সন্তু গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমাকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




 © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৩

Design & Developed BY CHT Technology